২২ আগস্ট শ্রম দপ্তর অভিযানের ডাক দিল সিটু


মঙ্গলবার,২০/০৮/২০১৯
911

বিদিতা ঘোষ: রাজ্যে জরুরি অবস্থার পরিস্থিতি সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার। সি আই টি ইউ এর পক্ষ থেকে আগামী 22 আগস্ট শ্রম দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির জন্য রানী রাসমণি রোডে জমায়েতের জন্য নির্ধারণ করা হয়েছে। সেনা বাহিনীন পক্ষ থেকে রানী রাসমণি রোডে জমায়েতের অনুমোদন মিললেও রাজ্য সরকার অনুমোদন দিচ্ছে না বলে এদিন অভিযোগ করেন সিটুর রাজ্য সম্পাদক নাদির শাহ এবং রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি। মঙ্গলবার সিটুর রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে সিটু নেতারা অভিযোগ করে বলেন একের পর এক রাষ্ট্রায়ত্ত শিল্প কেন্দ্র বন্ধ করে দিচ্ছে বা বেসরকারিকরণ করার পথে হাঁটছে।

এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও রকম আন্দোলন করছে না বলে অভিযোগ তাদের।ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন, সম কাজে সম বেতন, ঠিকা শ্রমিকদের স্থায়ীকর সহ একাধিক দাবিতে শ্রমদপ্তর অভিযানের ডাক দেওয়া হয়েছে সিপিএমের এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। এদিনের সাংবাদিক সম্মেলনে সিটু নেতা অনাদি শাহু অভিযোগ করে বলেন, শ্রম দপ্তর থেকে শ্রমিকরা সামাজিক সুরক্ষার টাকা পাচ্ছেন না। শ্রম দপ্তরের ব্যাপক দুর্নীতি চলছে। কাটমানি না দিলে শ্রমিকরা ক্লেমের টাকা পাচ্ছেন না। এইসব এর প্রতিবাদ জানাতেই তাদের শ্রম দপ্তর অভিযান কর্মসূচি। রাজ্য সরকার রানী রাসমণি রোডে তাদের জমায়েতের অনুমতি দিক বা না দিক, এই কর্মসূচি হবেই। এদিন হুঁশিয়ারি দেন সিটু নেতারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট