নিজস্ব প্রতিবেদন; ভুলভুলাইয়া এরপর আবার বড় পর্দায় আসতে চলেছে ‘ভুলভুলাইয়া ২। ২০০৭-এ মুক্তিপ্রাপ্ত ভুলভুলাইয়ার মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল খিলাড়ি অক্ষয় কুমারকে।তবে এবার এই ছায়াছবির মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউডের ‘চকলেট বয়’ কার্তিক আরিয়ানকে। প্রথম পর্বে ভুলভুলাইয়া সিনেমাটি প্রকাশির হওয়ার পর মন জয় করে নিয়েছিল দর্শকদের। অবশেষে প্রতীক্ষার অবসান আবার বড় পর্দায় আরও একবার ফিরছে ‘ভুলভুলাইয়া ২’। আগামী বছরের ৩১ জুলাই মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ২’।
বড় পর্দায় আরও একবার ফিরছে ‘ভুলভুলাইয়া ২’
মঙ্গলবার,২০/০৮/২০১৯
1568
বাংলা এক্সপ্রেস---