এবার Flipkart সাইড-এ শপিং এর সাথে ফ্রি সিনেমা-ভিডিয়ো, টক্কর Amazon Prime-কে। কয়েক দিন ধরে জল্পনা ছিলই যে Flipkart নিয়ে আসছে ফ্রি ভিডিও। আর সেই জল্পনা বাস্তবায়িত হতে চলেছে এই অগস্টেই। এই ই-কমার্স সংস্থা Flipkart তাঁর ১৬ কোটি গ্রাহকের জন্য এই নয়া পরিষেবা চালু করতে চলেছে। Bloomberg-এর রিপোর্ট অনুযায়ী, জানাগিয়েছে Walt Disney এবং কাপুরের Balaji Telefilms-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে Flipkart। আর Flipkart তরফ থেকে জানানো হয়েছে যে Amazon-এর Prime-এর মতো গ্রাহকদের থেকে কোনও বার্ষিক চার্জ নেবে না Flipkart। এই পরিষেবায় রয়েছে গ্রাহকদের জন্য সিনেমা, সিরিয়াল বা ছোট বিনোদন মূলক ভিডিও এবং ওয়েব সিরিজ।
এবার Flipkart সাইড-এ শপিং এর সাথে ফ্রি সিনেমা-ভিডিয়ো, টক্কর Amazon Prime-কে
সোমবার,১৯/০৮/২০১৯
1123