নিজস্ব প্রতিবেদন; শুক্রবার থেকেই প্রবল বৃষ্টিপাতের ফলে নাজেহাল সাধারন মানুষ, এছাড়া শহরের পাশাপাশি জেলা জুড়ে বৃষ্টির দাপট দেখা যায় এদিন। শুক্রবার রাত থেকেই প্রবল বৃষ্টিপাতের ফলে জলমগ্ন একাধিক এলাকা। এছাড়া শুক্রবার বিকেল তিনটে থেকে কলকাতা সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার উপর ভরা শ্রাবণে এখন সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জোড়া ফলায় বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে।
বৃষ্টির দাপট শহর সহ জেলা জুড়ে।
শনিবার,১৭/০৮/২০১৯
1068
বাংলা এক্সপ্রেস---