পশ্চিম মেদিনীপুর: ফের বাজ পড়ে মৃত্যু হল অপর একজনের।রাজ্যে বাজ পড়ে মৃত 2।ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কাজিচক গ্রামে চাষের জমিতে কাজ করতে আচমকাই বাজ পড়ে।পরিবারের লোকজন এবং পাশের জমিতে চাষ করা অপর চাষিরা দেখতে পেয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।মৃতের নাম স্বপন জানা(৪৬),বাড়ি বেলদা থানার অমর্ষিয়া গ্রামে।জানা গিয়েছে বিকেল চারটে নাগাদ চাষের কাজ করতে মাঠে গেলে সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় ওই ব্যক্তির।বেলদা থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তের পাঠিয়েছে।বাড়িতে আর্থিক উপার্জনের একমাত্র অবলম্বন ছিল স্বপন বাবু। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফের বাজ পড়ে মৃত্যু,চাষের কাজ করতে গেলে মাঠেই বজ্রাঘাতে মৃত্যু
শনিবার,১৭/০৮/২০১৯
998