আর এদি বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে রাখি পরিয়ে সংর্বদ্ধনা দিলেন বসিরহাটের সংসদ নুসরত জাহান


শনিবার,১৭/০৮/২০১৯
1058

উত্তর ২৪ পরগনা : একসঙ্গে দুই, স্বাধীনতা দিবস ও রাখি উৎসব। আর এদি বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে রাখি পরিয়ে সংর্বদ্ধনা দিলেন বসিরহাটের সংসদ নুসরত জাহান। বঙ্গবাসীর জন্য এক দিনেই ছিল ডবল সেলিব্রেশন। তাই এদিন অর্থ্যাৎ বৃহস্পতিবার খুব ব্যস্ততার মধ্যে দিন কাটালো বসিরহাটের সাংসদ নুসরত জাহানের। একদিকে যেমন তাঁর পতাকাত্তোলনের জন্য যেতে হয়েছিল, তেমনই রাখি পরানোর উৎসবেও শামিল হতে হয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় বসিরহাট জেলা হাসপাতালের সামনে তিনি পতাকা উত্তোলন করেছিলেন। তারপর বেলা ১২ নাগাদ বসিরহাট পুরসভার ১৩ নং ওয়ার্ডে রাখিবন্ধন উৎসবে স্থানীয় বিধায়ক ও দলীয় কর্মীরা হাতে রাখি পরিয়েদেন নুসরত। আর শান্তির বার্তা দিতে নুসরত এখানে বেলুন ও পায়রা ওড়ান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট