থানায় ঢুকে পুলিশ নিগ্রহের ঘটনায় ধৃত ২


মঙ্গলবার,১৩/০৮/২০১৯
1039

কলকাতা : থানায় ঢুকে পুলিশ নিগ্রহের ঘটনায় ধৃত ২। রবিবার রাতে টালিগঞ্জ থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করল। তবে মূল অভিযুক্তরা এখন পর্যন্ত অধরা। আর অভিযুক্তরা ওই দিন অর্থ্যৎ রবিবার রাতে কর্তব্যরত কনস্টেবলকে বেধড়ক মারধর করে, এমনকি পুলিশের উর্দি ধরে টানাটানি ও ওসির ঘরে ঢুকে গালিগালাজ পর্যন্ত করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ সোমবার রাতে দীপক অধিকারী এবং ছোটকা দলুই নামে দুইজনকে গ্রেফতার করেছে। এ দুজনই ১৭ বি চেতলা রোডের বস্তির বাসিন্দা। তাঁরা রনজয়ের ফোন পেয়ে থানায় ঢুকে পুলিশকে হেনস্থা করে। এবং পুলিশের বক্তব্য হামলাকারীদের বেশিরভাগিই ছিল মহিলা। কলকাতা পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে ওই ঘটনার সময়ে ওসি উপরি মহলে কিছুই জানাননি। সকালে সংবাদমাধ্যমে সেই খবর সম্প্রচার হতেই গোটা ঘটনা নজরে আসে লালবাজারের কর্তাদের কাছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট