আজ কাশ্মীরে বকরি ঈদকে ঘিরে কড়া নিরাপত্তা প্রশাসনের


সোমবার,১২/০৮/২০১৯
831

আজ কাশ্মীরে বকরি ঈদকে ঘিরে কড়া নিরাপত্তা প্রশাসনের। আর অশান্তি এড়াতে কাশ্মীরের বড় জমায়েত না করার কথা ঘোষনা করল। কাশ্মীরে শুক্রবারের নমাজ শান্তিপূর্ণ ভাবে হয়েছিল বলে জানিয়েছে প্রশাসন। আর এবার ঈদও কোনও অশান্তি না হয় তার চেষ্টা চলাচ্ছে প্রশাসন। তাই কাশ্মীর উপত্যকায় সোমবার বকরিঈদ উপলক্ষ্যে কড়া নিরাপত্তার জন্য বহু পুলিশ বাহিনী মোতায়ন কারে হয়েছে। আর স্থানীয় মসজিদেই সবাইকে নমাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ঈদ উপলক্ষ্যে যে কোনও বড় জমায়েত সন্ত্রাশবাদী হামলার নিশানা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। এমন কি আগে যে সমস্ত এলাকায় পাথর ছোড়ার ঘটনা ঘটেছে বারবার, সেই সমস্ত অঞালে বিশেষ সতর্কতা ও সমগ্র কাশ্মীরে ১৪৪ ধারা ফের জারি করা হলেও জম্মুতে তিন-চারটি শহর ছাড়া ১০ জেলা থেকেই কারফিউ তুলে নেওয়া হয়েছে। আর ঈদ উপলক্ষ্যেও চালু করা হয়নি মোবাইল কল ও ইন্টারনেট পরিষেবা। কিন্তু সরকার তরফ থেকে মানুষ যাতে পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাতে পারেন, তার জন্য ৩০০টি বিশেষ টেলিফোন বুথের ব্যবস্থা করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট