বহু প্রচেষ্টার পর এবার মানুষের দুয়রে রোবট দিয়ে পণ্য ডেলিভারি করবে Amazon। আর সেই ট্রায়ালও সফলের মুখ দেখাল। এই ই-কমার্স জায়েন্ট রোবট দিয়ে পণ্য সরবরাহের পরীক্ষা চালান ওয়াশিংটনের সোহোমিশ কাউন্টিতে। আর এখানে সফল হওয়ায় পরীক্ষার পরিধি বাড়াতে ক্যালিফোর্নিয়ার আর্ভাইনে এই রোবটের পরীক্ষা চালাবে Amazon। আর Amazon-এর পক্ষ থেকে বলা হয়, এই আর্ভাইন অঞ্চলের গ্রাহকের অর্ডারের সঙ্গে যুক্ত থাকবে স্কাউট রোবটগুলো। ওয়াশিংটনে পরীক্ষা চালানোর সময় Amazon প্রতিটি রোবটের নজরদারির জন্য একজন মানুষ পাঠিয়ে ছিলেন রোবটগুলি স্বয়ংক্রিয়ভাবে চলাফেরা এবং পণ্য সরবরাহ করতে পারলেও। টেকনোলজি ওয়েবসাইট ভার্জের খবরে জানা গিয়েছে, Amazon কয়েক মাস ধরেই স্কাউট রোবটের প্রশিক্ষণ দিয়ে আসছে। আর প্রথম দিকে অল্প কিছু স্কাউট রোবট দিয়ে Amazon পন্য সরবারাহ করবে শুধু ওয়ার্কিং ডে-তে দিনের বেলা।
বহু প্রচেষ্টার পর এবার মানুষের দুয়রে রোবট দিয়ে পণ্য ডেলিভারি করবে Amazon
সোমবার,১২/০৮/২০১৯
1409