বন্যার করাল গ্রাসে দক্ষিণে মৃতের সংখ্যা বেড়ে ৬৮


সোমবার,১২/০৮/২০১৯
678

কেরলা: বন্যার করাল গ্রাসে দক্ষিণে মৃতের সংখ্যা বেড়ে ৬৮, কেরলে পৌঁছলেন রাহুল, কর্নাটকের আকাশে অমিত শাহ। এক নাগাড়ে বৃষ্টি ও ধসে কেরলে বন্যা পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ নেই। আজই তিনটি দেহ উদ্ধার হয়েছে সেখানে। গত তিন দিনে এই নিয়ে ৬৮ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেড় লক্ষ মানুষে ঘরছাড়া অবস্থাতে রয়েছে বলে জানাগিয়েছে। কেরলে ২.৬১ লাখ মানুষ ত্রাণশিবিরে রয়েছে। আর পরিস্থিতি আরও অবনতির দিকে তার পাশ্ববর্তী রাজ্য কর্নাটকেও। সেখানে চার লক্ষের বেশি মানুষ ঘরছাড়া। জানাগিয়েছে কেরালায় বন্যা ও ধসে শুধুমাত্র মালাপ্পুরমে ১৮ জন, কোঝিকোড়েতে ১৫ জন ও ওয়ানাডে ১০ জন মারা গিয়েছে। তবে ধসের কারণে উদ্ধার থমকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই আবহাওয়া দফতর কেরলার এই তিন জেলায় রবিবারও লাল সতর্কতা জারি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সব মিলিয়ে ১৫৫১টি ত্রাণশিবির খুলা হয়েছে। গত তিন দিনে আটটি জেলা থেকে ৮০টির বেশি ধস নামার ঘটনা সামনে এসেছে বলে জানান তিনি। আর এদিন NDRF ধসের কবলে থাকা এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। তবে ওয়েনাড, মলপ্পুরম-সহ একাধিক জায়গায় কাদা ও ধ্বংসস্তূপের নীচে আরও বহু মানুষ আটকে রয়েছে বলে জানাগিয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাডে পৌঁছছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার তিনি ওয়ানাড ও মালাপ্পুরমে যাবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট