কাল ঈদ উল আযহা। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব


রবিবার,১১/০৮/২০১৯
1380

কাল ঈদ উল আযহা। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব। শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব উদযাপনের আবেদন রাখলেন বিভিন্ন ধর্মের ধর্ম গুরুরা। সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ঈদ উল আযহা। এই উৎসব শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপন করার আহ্বান জানালেন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সদস্যরা। রবিবার অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে ফোরামের চেয়ারম্যান তথা বিধায়ক ইদ্রিস আলী বলেন, বিজেপির ভূমিকা একেবারেই ভালো নয়। কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানান তিনি। তার আবেদন, পশ্চিমবঙ্গের চিরাচরিত সম্প্রীতির যে আবহ রয়েছে তা বজায় রাখার।

এদিনের এই সাংবাদিক সম্মেলনে কলকাতার নাখোদা মসজিদের ইমাম সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন তাদের এই কুরবানীর মধ্য দিয়ে যাতে অন্য কোন ধর্মের মানুষ আঘাত না পান।

এদিনের সাংবাদিক সম্মেলনে সব ধর্মের ধর্মগুরুরা অংশগ্রহণ করেছিলেন। ঈদ উল আযহা উৎসবে সম্প্রীতির আহ্বান জানান তাঁরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট