এবার বাজারে Xiaomi অনেক কম দামে 4/64GB-র Mi A3 লঞ্চ করতে চলেছে। আর Xiaomi গত অগাস্টে লঞ্চ করেছিল Mi A2। যার বাজারদর ছিলো 17,500 টাকা। বাজারে redmi k20 নিয়ে ব্যাপক হইচই থাকার শর্তেও Xiaomi Mi A3-র প্রস্তুতি শুরু করে দিয়েছে। সূত্রের খবর, আর Xiaomi এই মাসের 23 তারিখে লঞ্চ করতে চলেছে এই A3 মোবাইলটি। যার দাম Mi A2-এর থেকে আরও কম হবে বলে সুত্রের খবরে জানাগিয়েছে। আর এই Mi A3 স্মার্টফোনটিতে থাকছে 4GB RAM সহ 64 GB স্টোরেজ। এছাড়া থাকছে 48MP ক্যামেরা, 4030mAh ব্যাটারি এবং 720p-র AMOLED স্ক্রিন। এই খবর ভাইরাল হতেই সবার মনে প্রশ্ন, কত দামে মিলতে পারে Mi A3 স্মার্টফোনটি। তবে জল্পনা 10,000-এর ঘরে থাকবে থাকবে কিনা। বাজারে এলেই তা স্পষ্ট হয়ে যাবে।
Xiaomi অনেক কম দামে Mi A3 লঞ্চ করতে চলেছে
রবিবার,১১/০৮/২০১৯
2359