ক্যাটরিনা কাইফ সোশ্যাল মিডিয়ায় এবার পোস্ট করল ১৪ বছর আগের ছবি


রবিবার,১১/০৮/২০১৯
1348

ক্যাটরিনা কাইফ সোশ্যাল মিডিয়ায় এবার পোস্ট করল ১৪ বছর আগের ছবি, তা দেখে তোলপাড় সোশ্যাল। শুক্রবার এই ছবি পোস্ট করল ক্যাটরিনা তার ফ্যান ক্লাব সোশ্যালে। এবং ছবি দেখে ভক্তরা ভীষণ খুশি। কারন পিছনে ফেলা দিন গুলিতে যে স্মৃতি গুলি আঁকড়ে থাকে সেগুলি দেখতে কে না ভালোবাসে। আর ফ্যান ক্লাব এই ছবিটি পোস্ট করার সাথে সাথে ক্যাপশনে জানিয়ে দিয়েছে, ক্যাটরিনার এই ছবি ২০০৫ সালে তেলেগু ছবি ‘আল্লাড়ি পিড়িগু’র সেটে তোলা হয়েছিল। ক্যাটরিনা এদেশের সিনামা যগৎতে এসে ছিলেন ২০০৩ সালে। তাঁর প্রথম ছবি কাইজাদ গুস্তার বুম। এখন রোহিত শেট্টির কপ ড্রামা সূর্যবংশী-র শ্যুট নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। ক্যাটের বিপরীতে রয়েছেন নায়ক অক্ষয় কুমার। জোহরের ধর্মা প্রোডাকশনের জন্য এই পুরানো ছবির প্রযোজন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট