গ্রেফতার হল জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি


রবিবার,১১/০৮/২০১৯
635

রাজ্যে চলতে থাকা অরাজকতার মধ্যেও গ্রেফতার হল জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। সূত্রের খবর রবিবার রাত থেকেই গৃহবন্দি থাকাকলীন জম্মু-কাশ্মীরের এই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। এছাড়া বর্ষীয়ান কংগ্রেস নেতা সাজ্জাত লোনকেও গ্রেফতার করা হয়েছে। তবে শ্রীনগরের বাসভবন থেকে কিছুটা দূরের একটি সরকারি গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়েছে মেহবুবাকে।কেন্দ্র সারকার কাশ্মীর পুনগঠনের প্রস্তাব দিলে তার ভার পড়ে শ্রীনগরে। মেহবুবা কাশ্মীরের নির্বাচনে এক সময় বিজেপির সঙ্গে জোট করে জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

কিন্তু গত বছর জুনে সেই জোট ভেঙে যায়। আর পতন হয় সরকারের। গত সপ্তাহে কেন্দ্রের তরফে কাশ্মীরে সেনা সংখ্যা বৃদ্ধির উদ্যোগের পর থেকে উপত্যকার রাজ্যনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন পিডিপি নেত্রী। উপত্যকার বিরোধী দলগুলিকে একত্রিত করতে মুল ভুমিকা নেন তিনি। মূলত মেহবুবার উদ্যোগে রবিবার ফারুক আবদুল্লার শ্রীনগরের বাসভবনে বৈঠকে বসেছিল কাশ্মীরের দলগুলি। দীর্ঘ আলোচনার পরে এদিন রাতে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব পাশ করে রাজ্যসভা। এর কিছুক্ষণ পরেই মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা এবং সাজ্জাত লোনের মতো কাশ্মীরি নেতাদের গ্রেফতারির খবর আসতে থাকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট