দিদিকে “বলো” কর্মসূচিতে সুব্রত মুখোপাধ্যায় কার্ড বিলি করলেন নিজের এলাকায়


শুক্রবার,০৯/০৮/২০১৯
947

রাজ্য জুড়ে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি “দিদিকে বলো”। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ জনপ্রতিনিধিরা গ্রামে কিংবা শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। শুনছেন অভাব অভিযোগ। এমনকি কোন দলীয় কর্মীর বাড়িতে রাতও কাটাচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। সেই সঙ্গে মানুষের অভাব অভিযোগ সাধ্যমত সমাধানের চেষ্টা শুরু করেছেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার নিজের বিধানসভা এলাকার 68 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

সাধারণ মানুষের হাতে তুলে দিলেন ফোন নম্বর সহ দিদিকে বল কর্মসূচির কার্ড। সেই সঙ্গে সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনলেন। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে এদিনের কর্মসূচিতে ছিলেন স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় সহ দলের স্থানীয় নেতা ও কর্মীরা। এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, এলাকার মানুষ এবং দলীয় কর্মী ও সমর্থকদের হাতে “দিদিকে বলো” কর্মসূচির কার্ড, স্টিকার এবং গেঞ্জি তুলে দেওয়া হলো। আমাদের উদ্দেশ্য একটাই, যারা দিদির সঙ্গে কথা বলতে চান, কোন অভাব অভিযোগ জানাতে চান, তারা এই কার্ডে যে নম্বর আছে সেই নম্বরে ফোন করে জানাবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট