পশ্চিম মেদিনীপুর:- প্রীতিভোজ সেরে ফিরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়লো একটি বাস। ঘটনাটি ঘটেছে গোয়ালতোড়ের বোলবাঁন্দি তে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মোহাড় আমলাশুলি রুটের বানেশ্বর নামে একটি বাস বুধবার যাত্রী নিয়ে প্রীতিভোজে যায়। প্রীতিভোজ সেরে ফিরে যাত্রী নামিয়ে তাদের গন্তব্যস্থান যাওয়ার পথে বোলবাঁন্দির একটি বাঁধের সামনে থাকা একটি ইটের গাদায় প্রথমে ধাক্কা মারে ও পরে একটি বাড়িতে ধাক্কা মেরে থামে। বাসে যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর নেই।
প্রীতিভোজ সেরে বাড়ি আসার পথে দুর্ঘটনার কবলে বাস
শুক্রবার,০৯/০৮/২০১৯
747