ভারতীয় সংবিধানের মধ্যে থেকেই কাশ্মীর সমস্যা সমাধানের পক্ষে সিপিএম


মঙ্গলবার,০৬/০৮/২০১৯
1266

কলকাতা: সংবিধানের 370 ও 35a বাতিলের ফলে বিশেষ অধিকার হারিয়েছে কাশ্মীর। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বামেরা। সোমবারই কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করেন বিমান বসু সূর্যকান্ত মিশ্র। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম কেন্দ্রকে একহাত নেন। মহম্মদ সেলিম বলেন, সংখ্যাধিক্যের ক্ষমতায় সংসদকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করছে বিজেপি। তার মতে, কাশ্মীর সমস্যা দীর্ঘদিনের। এটা একটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মেটাতে হবে। ভারতীয় সংবিধানের মধ্যে থেকেই আলাপ আলোচনার মধ্য দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব। দীর্ঘদিনের এই সমস্যা চটজলদি মেটানো সম্ভব নয়। উল্টে সমস্যাকে আরও জটিল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কাশ্মীরের সাংবিধানিক বিশেষ অধিকারের পক্ষেই সওয়াল করেন সিপিএমের এই পলিটব্যুরো সদস্য। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা ইতিহাস ভাষা ও সংস্কৃতি রয়েছে। সেই ভিত্তিতেই বিশেষ অধিকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট