ফের নেতাজি নগরে একাকী বৃদ্ধার রহস্যজনকমৃত্যু


সোমবার,০৫/০৮/২০১৯
858

এবার ফের নেতাজি নগরে একাকী বৃদ্ধার রহস্যজনকমৃত্যু। জানাগিয়েছে যে কোলকাতা পুলিশ কয়েকদিন আগে নেতাজি নগরে এক নিঃসন্তান দম্পতির খুনের ঘটনা সমাধান করে দিয়ে ছিল। আর সেই রেস কাটতে না কাটতে ফের নেতাজী নগরে আরও একটি একাকী থাকা বৃদ্ধর মৃত্যুর ঘটনা সামনে এল। ওই বৃদ্ধ বিদ্যাসাগর কলোনির একটি বাড়িতে ভাড়া থাকতেন। প্রত্যহ তিনি তার পাশেই থাকা এক আত্মীয়ের বাড়ি দুপুরে খেতে যেতেন। কিন্তু রবিবার দুপুরে নির্দিষ্ট সময়ের পর দীর্ঘক্ষণ তিনি না আসায়, বৃদ্ধের আত্মীয়ের বাড়ি থেকে একজন পরিচারিকা তাঁকে ডাকতে আসেন।

ওই পরিচারিকা বাড়ির সামন থেকে আনেক সময় ধরে ডাকাডাকি করে কোনো জবাব না পাওয়ায় সে বাড়ির ভিতরে ঢুকে দেখল বৃদ্ধার ঘেরের দরজা ভিতর থেকে খোলা ছিল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই পরিচারিকা দেখতে পান বৃদ্ধকে খাটের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায়। তারপর ওই পরিচারিকা স্থানীয়দের খবর দেন। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে প্রথমিক তদন্তে আত্মীয়দের জিজ্ঞাসাবাদদে পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদ থেকেই সম্ভবত আত্মহত্যা করেছেন বৃদ্ধ। যদিও ইতোমধ্যে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। যারপরই স্পষ্ট হবে এই ঘটানা আত্মহত্যা না অন্য কিছু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট