চিকিৎসককে বদলি করলেন সিএমওএইচ, ঘেরাও হলেন বিএমওএইচ


রবিবার,০৪/০৮/২০১৯
788

ঝাড়গ্রাম : শনিবার জামবনি ব্লকের চিচিড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এহেন ঘটনাটি ঘটে। জামবনির বিএমওএইচ অভিরূপ সিং কে প্রায় একঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। জানা গিয়েছে,চিচিড়া দশ শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হাফিজুল লস্করকে বদলি করে দেন ঝাড়গ্রামের সিএমওএইচ। গ্রামবাসীদের দাবি, ওই চিকিৎসককে এই স্বাস্থ্যকেন্দ্রে ফিরিয়ে আনতে হবে। শেষমেষ বিএমওএইচ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর লিখিত প্রতিশ্রুতি দিলে তিনি ঘেরাও মুক্ত হন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট