সীমান্ত এলাকাতে চলা গুলির লড়িই এর সময় ফের পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনাবাহিনী


রবিবার,০৪/০৮/২০১৯
1100

সীমান্ত এলাকাতে চলা গুলির লড়িই এর সময় ফের পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনাবাহিনী। খবর পাওয়াগেছে, জম্মু-কাশ্মীরের কিরান সেক্টরে পাক সেনার মদতপুষ্ট জঙ্গি এবং ভারতীয় বাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত কমপক্ষে প্রতিপক্ষ বাহিনীর ৫ থেকে ৭ জন সদস্যের মৃত্যু হয়েছে। তবে কাশ্মীরে পাক অনুপ্রবেশের চেষ্টা নতুন কোনও বিষয় নয়। কেন্দ্র এবার অমরনাথ যাত্রায় সন্ত্রাসবাদী হানার চক্রান্ত ফাঁস হওয়ার পর থেকে ভূস্বর্গের নিরাপত্তা জোরদার করতে উঠেপড়ে লেগেছে। আর অমরনাথ যাত্রা মাঝপথে বাতিল করে দেওয়া হয়েছে।

সেই সাথে সাথে কেন্দ্রের তরফে ঘোষনা করা হয়েছে জম্মু-কাশ্মীরে ১০ হাজার বাড়তি সেনা পাঠানো হয়েছে । কিন্তু অন্যদিকে কাশ্মীরে জঙ্গি হানার চেষ্টা ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ক্রমাগত জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক সেনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট