আর্মি রেডকে হারিয়ে ডুরান্ড যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল


রবিবার,০৪/০৮/২০১৯
773

এদিন নিজেদের মাঠে জোড়া গোলে লাল-হলুদ ইস্টবেঙ্গল, আর্মি রেডকে হারিয়ে ডুরান্ড যাত্রা শুরু করল। আজ অর্থ্যাৎ শনিবার ইস্টবেঙ্গল মোহনবাগানের মতোই জয় নিয়ে মরসুম শুরু করল। আর গত কাল মোহনবাগানের খেলা। ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করলেন কোলাডো এবং বিদ্যাসাগর সিং। তবে ইস্টবেঙ্গল ম্যাচের প্রথমার্ধে চেষ্টা করলেও কাজের কাজ করতে পারেনি। সময় যত বার ছিল তত হু হু করে গ্যালারিতে চাপা টেনশনও বেড়ে চলছিল। তখন শেষ পর্যন্ত স্যান্টোস কোলাডো এই লাল-হলুদ জনতার মনে আনন্দের স্বাদ আনে।

ফ্রি-কিকে দুরন্ত গোল করেন এই স্প্যানিশ ফুটবলার। খেলা তখন ৮২ মিনিট অতিক্রমকরে। ইস্টবেঙ্গলের এবারের মরসুমে প্রথম গোলটি এল তাঁর পা থেকেই। সেই সাথে সাথে বক্সের বাইরে এসে বিদ্যাসাগরকে ফাউল করতে গিয়ে আর্মি রেডের গোলকিপার লাল-কার্ড দেখে মাঠ ছাড়ে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ৯১ মিনিটের মাথায় সামাদের সেন্টার থেকে পা লাগিয়ে গোল করেন বিদ্যাসাগর সিং। ফলে গোল ব্যাবধান আরও বেড়েযায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট