মুম্বই: এটাই কি ছিল তাদের শেষ পিকনিক, নভি মুম্বইয়ে জলপ্রপাত দেখতে গিয়ে তলিয়ে গেল ৪ কলেজ ছাত্রছাত্রী। আর কাল এমনটাই হল।একেতো বর্ষার মরসুম। তার মধ্যে জলপ্রপাতের কাছেই পিকনিক করতে গিয়েছিল ওঁরা। জানা গিয়েছে, নেরুল কলেজের পড়ুয়ারা নভি মুম্বইয়ের খড়ঘরে পাণ্ডবকড়া জলপ্রপাতে পিকনিক করতে গিয়েছিল। তাঁরা সেসময় জলপ্রপাতে স্নান করতে নেমেছিল। আর হঠাতই তাদের মধ্যে চারজন নিজেদেরকে জলের তোড় বেড়ে যাওয়ায় থেকে সামলে রাখতে পারেনি। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে শনিবার সকালে এবং এখনও পর্যন্ত দু জনের দেহ উদ্ধার গেছে। আর যে দুটি দেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে একজন চেম্বুরের বাসিন্দা নেহা জৈনি (১৯)। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নৌসেনা, পুলিশ ও দমকল বাহিনী।
নভি মুম্বইয়ে জলপ্রপাত দেখতে গিয়ে তলিয়ে গেল ৪ কলেজ ছাত্রছাত্রী
রবিবার,০৪/০৮/২০১৯
612