ভারতীয় দলের নতুন কোচের জন্য ইতিমধ্যেই একগুচ্ছ আবেদন জমা পড়েছে।


শনিবার,০৩/০৮/২০১৯
861

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; ভারতীয় দলের কোচ হওয়ার জন্য ইতিমধ্যেই একগুচ্ছ আবেদন পত্র জমা পড়েছে। বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলের প্রধান কোচ কে হবেন এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। কোচ নিয়োগের ক্ষেত্রে আবেদনপত্রে উঠে এসেছে বহু নাম। সম্ভবত আগস্টের প্রথম সপ্তাহ থেকেই কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি কোচের পদে আবেদনকারীদের ইন্টারভিউ নেবে।

 

এছাড়া সুত্রের খবর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস ভারতীয় দলের ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদন করেছেন । ভারতীয় দলের বর্তমান কোচিং স্টাফদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্তই। যদিও পরে চুক্তির মেয়াদ কিছুটা বাড়িয়ে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত করা হয়েছে।  তবে ভারতীয় দলে পরবর্তী কোচ কে হবে ? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট