শালবনীতে “দিদিকে বলো” কর্মসূচির সূচনা এবং জনসংযোগ শুরু করলো ব্লক তৃনমূল কংগ্রেস


শনিবার,০৩/০৮/২০১৯
528

পশ্চিম মেদিনীপুর:- সাধারণ মানুষের সাময়িক সরে যাওয়াতে লোকসভা নির্বাচনে হঠাৎ বিপর্যয়ের পর তৃনমুল কংগ্রেস শুরু করেছে “দিদিকে বলো” ক্যাম্পেন। পেশাদার মোড়কে বুথস্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছেন নেতারা, সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে এই কর্মসূচি ও সাড়া অভূতপূর্ব। আজ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যামে এই অনুষ্ঠানের সূচনা করেন ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, সাথে ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাত সহ মিনু কোয়াড়ী, অসিত ঘোষ, রামপদ মাহাত, লক্ষীকান্ত ঘোষ, শক্তি রানী পাল, সন্দীপ সিংহ, মামুদ ভাই সহ নেতৃত্বরা৷

এরপর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ ও বিধায়ক শ্রীকান্ত মাহাত পার্টিকর্মীদের নিয়ে, তৃনমূলের পতাকা কাঁধে শালবনী বিডিও অফিস চত্বরে জনসংযোগ শুরু করেন ও মানুষের সমস্যা এবং অভাব অভিযোগ শোনেন।এলাকার বিশিষ্ট শিক্ষক চন্দন মাসান্ত মহাশয়ের সাথে এই জনসংযোগ যাত্রা তে কথা বলতে দেখা যায় নেতৃত্ব কে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট