নিজস্ব প্রতিবেদনঃ বৃহস্পতিবারই ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হল কপিল দেবকে। অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান দেওয়া হয় দুই প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় ও মনোরঞ্জন ভট্টাচার্যকেও। এছাড়াও ইস্ট বেঙ্গলের শতবর্ষে ভারতের সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার বাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রী। ইস্ট বেঙ্গলের শতবর্ষ উপলক্ষে হাজির ছিলেন বহু সমর্থকও। এদিন কপিলের মননে ছিল পুরোপুরি ফুটবল। ইস্ট বেঙ্গলের শতবর্ষ নিয়ে তিনি আবেগতাড়িত ছিলেন। এছাড়া এদিন উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, কপিল দেব , বাইচুং ভুটিয়া প্রমুখরা। শতবর্ষ উদযাপনের সেলিব্রেশন হিসাবে কেক কাটা হল। পুরো জায়গাটা বিশাল লাল-হলুদ পতাকা ও রং দিয়ে মুড়ে ফেলা হয়েছিল। ওড়ানো হল লাল-হলুদ বেলুনও। সমর্থকদের আবেগ ও উচ্ছাস ছিলে এদিন চোখে পড়ার মত।
ইস্ট বেঙ্গলের শতবর্ষে চাঁদের হাট
শুক্রবার,০২/০৮/২০১৯
769
বাংলা এক্সপ্রেস---