সাধারন মানুষের জন্য সুখবর! দাম কমল LPG গ্যাস এর। যেখানে ১৪. ২ কিলোগ্রাম গ্যাসের দাম আগে দিতে হত ৬৩৭ টাকা এখন দাম কমে হয়েছে ৫৭৪. ৫০ টাকা। মাসের শুরুতেই ৬২. ৫০ টাকা কমেগেল গ্যাসের দাম। বুধবার মধ্যরাত্রি তে লাগু হল গ্যাসের নতুন দাম। এটা সাধারন জনগনের কাছে এক বিশাল বরো সুখবর। আন্তর্জাতিক বাজারে দাম কমায় এই সিধান্ত নেওয়া হয়েছে।
দাম কমল LPG গ্যাস এর
বৃহস্পতিবার,০১/০৮/২০১৯
677