জাপানে আশ্চর্যজনক গবেষণার ধরা পড়ল জন্তু-মানব


বৃহস্পতিবার,০১/০৮/২০১৯
2552

জাপানে আশ্চর্যজনক গবেষণার ধরা পড়ল, জন্তু-মানব যা পশুর ভ্রূণে মানুষের কোষ মিশিয়ে তৈরি করার পরিকল্পনা চলছে। জন্তুর ভ্রূণের সঙ্গে মানব কোষের মিশ্রণে নতুন এই প্রাণী সৃষ্টির প্রচেষ্টা শুরু হয়েছে। জাপান সরকার বিজ্ঞানীদের এই চেষ্টায় সম্মতি দিয়েছে। মানুষ ও জন্তুর মিশ্রণের এই বিশেষ জীবদের এতদিন সিনেমার চরিত্রেই দেখেছি আমরা। কিন্তু এবার বাস্তবেও চোখের সামনে দেখা যেতে পারে এই হাইব্রিড প্রজাতির প্রাণীদের। ‘এক্স মেন’ (X-Men) সিরিজের অতি জনপ্রিয় চরিত্র উলভরিনকে মনে আছে? বা সম্প্রতি রিলিজ করা ‘ক্যাটস’ (Cats) ছবির বিড়ালের মতো দেখতে চরিত্রদের দেখেছেন? তবে আপাতত জানা গেছে যে, ইঁদুরের উপর এই পরীক্ষা করা হবে।

বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নতুন এই জীব হলিউড ছবির চরিত্রদের মতো হবে না। জাপানি গবেষকরা জানিয়েছেন এর আগে ভেড়া বা শুয়োরের উপর এই ধরনের পরীক্ষা করা হয়েছিল। তবে কখনই মানব কোষ মিশ্রিত ভ্রূণকে বাঁচানো সম্ভব হয়নি। তবে এবার দীর্ঘসময়ের এই কল্পনাকে বাস্তবায়িত করতে বদ্ধপরিকর করাগেছে। নাকউচি জানিয়েছেন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে শুয়োরের উপরও ৭০ দিনের পরীক্ষার জন্য সেটা ইঁদুরের উপর পরীক্ষার করার অনুমতি পাওয়ার পর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট