যুবতীদের উৎসাহ দিচ্ছে জাপানের তৈরি ‘বয়ফ্রেন্ড হাগ’ স্পিকার


বৃহস্পতিবার,০১/০৮/২০১৯
1188

এবার ব্লুটুথ স্পিকার কানে নয় গায়ে জরিয়ে ধরে গান শোনাতে আসছে, কল্পনা হলেও এটাই বাস্তব। বর্তমানে নবীন প্রজন্ম প্রযুক্তির কলাকৌশল দ্রুততার সঙ্গে আয়ত্ত করে ফেলছে । ফলে জীবনের প্রতিটি স্তরে প্রযুক্তির গুরুত্বকে স্বীকার করে সময়য়ের সাথে সাথে তাল মেলাতে বাধ্য হচ্ছে প্রায় মাঝবয়সীদের মধ্যে ।জাপানের এক সংস্থা জীবনের নিত্য প্রয়োজনে প্রযুক্তির ব্যবহার বুঝতে এবার আনল বয়ফ্রেন্ড হাগ স্পিকার। জাপানের ওটোম ইউসা (Otome Yusha) সংস্থা জানিয়েছেন, এই ব্লুটুথ স্পিকারের বৈশিষ্ট্য গুলি যুবতীদের জন্য বিশেষ চাহিদাজনক কারন বয়ফ্রেন্ড হাগ স্পিকারে একটি সুঠাম শরীরের এক যুবক।

যে জড়িয়ে থাকবে পিছন থেকে।এই সংস্থা এই স্পিকার লঞ্চ করেছে আপাতত প্রচারের ভিত্তিতেই। বাজারের চাহিদা মতো আরও বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। তবে এই স্পিকার শুধু ঘরের ভিতরে নয় বাইরেও নিয়ে ঘুরতে যুবতীদের উৎসাহ দিচ্ছে জাপানের তৈরি ‘বয়ফ্রেন্ড হাগ’ স্পিকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট