নিজস্ব প্রতিবেদন ; অ্যাসেজ টেস্টের আগে বড় ধাক্কা অজি শিবিরে। এজবাস্টানের নেটে প্র্যাকটিশ চলাকালীন হঠাৎই চোট পান ওয়ার্নার। নেট থেকে তিনি বেরিয়ে যেতে বাধ্য হন। তবে চোট কতটা গুরুতর, সেটা অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন এই তারকা ক্রিকেটার। অজি দলের ব্যাটিং লাইন আপের অন্যতম সেরা স্তম্ভ তিনি তা বলার অপেক্ষা রাখে না। তবে অ্যাসেজ শুরুর ঠিক আগে তাঁর চোট চিন্তায় ফেলে দিল অজি দলকে ।পাশাপাশি দীর্ঘদিন ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। তাই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া অজি শিবির ।তবে ওয়ার্নার যদি এজবাস্টনে প্রথম টেস্টে খেলতে না পারেন, তাহলে সেটা হবে অস্ট্রেলিয়ার কাছে বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।
ঐতিহাসিক অ্যাসেজ টেস্টের আগে চাপে অজি শিবির
বুধবার,৩১/০৭/২০১৯
809
বাংলা এক্সপ্রেস---