ঝাড়গ্রাম : জন্মের পর থেকেই ওদের বেড়ে ওঠা সরকারি হোমে। বাবা-মা দের চেনে না ওরা। কিন্তু তাতে কি ? ওদের পরিচর্যায় কোন খামতি রাখেনি মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা ভবন হোমের মাসি-পিসিরা। তাঁদের হাতেই মানুষ হচ্ছে তিন দুধে শিশু। এদিন ওই তিন শিশুর মুখেভাত অর্থাৎ অন্নপ্রাশন পালন হল হোমেই। ঘটা করে আয়োজন করা হয়েছিল নানা খাবারের পদ। আচার-নিয়ম মেনে সমস্ত কাজই করা হয়েছে। স্বয়ং পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল তিন শিশুকে প্রদীপের আলো কপালে ঠেকিয়ে আশীর্বাদ করেন। তাদের মুখে তুলে দেন পায়েস।
হোমে তিন শিশুর মুখে ভাত, পায়েস খাওয়ালেন জেলাশাসক রশ্মি কমল
মঙ্গলবার,৩০/০৭/২০১৯
983