পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল শপথ গ্রহণ করলেন


মঙ্গলবার,৩০/০৭/২০১৯
897

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন জগদীপ ধনকর। গতকালই তিনি কলকাতায় এসে পৌঁছেছিলেন। তাঁকে কলকাতা বিমানবন্দরে রাজ্যের তরফ থেকে সংবর্ধিত করা হয়। একই সঙ্গে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় সি আই এস এফ এর পক্ষ থেকে। এদিন রাজভবনে নতুন রাজ্যপাল এর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ছিল সাজো সাজো রব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে ছিল চা-চক্রের আয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নতুন রাজ্যপাল চা চক্রে অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ সৌজন্যমূলক আলাপচারিতায় চল। এর আগে রাজ্যপালের দায়িত্বে ছিলেন কেশরী নাথ ত্রিপাঠী। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বারংবার দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন রাজ্যপাল এর বিরোধ। এমনকি তিনি রাজভবন ছেড়ে চলে যাওয়ার সময় যে মন্তব্য করে গিয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে চরম বিতর্ক দানা বেঁধেছে। নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রীর রসায়ন কোন পর্যায়ে দাঁড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট