ঝাড়গ্রাম :– সোমবার ঝাড়গ্রাম মহিলা রাজ কলেজে পড়ুয়াদের কাছে আইনের পাঠ দিলেন বিচারকরা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কমিটির উদ্দ্যোগে এক আইনি সচেতনতা শিবির হয়। ওই শিবিরে উপস্থিত ছিলেন ডিএলএসএ-র সম্পাদক তথা বিচারক সম্রাট রায়, ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নাইযার আজম খান, ঝাড়গ্রাম আদালতের বিচারক আনন্দকুমার তিওয়ারি,ঝাড়গ্রাম মহকুমার ডিএলএসসি সুব্রত বারিক, ন্যাশনাল লিগ্যাল ভলান্টিয়ার মোহিত বেজ, যুধিষ্ঠির মণ্ডল এবং ঝাড়গ্রাম রাজ কলেজে ও মহিলা কলেজের দুই ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ন রায় ও সুশীলকুমার বর্মণ। এদিন সচেতনতা শিবিরে বিচারকরা কলেজের ছাত্রীদের কাছে রিগিং, মহিলা ও শিশুদের সুরক্ষা আইন, চাইল্ড লাইন, যৌন নির্যাতন বিষয়ে আলোচনা করেন। কলেজের কয়েক’শো ছাত্রী বিষয় গুলি মন দিয়ে শোনেন।
ঝাড়গ্রাম মহিলা রাজ কলেজে পড়ুয়াদের কাছে আইনের পাঠ দিলেন বিচারকরা
মঙ্গলবার,৩০/০৭/২০১৯
631