ব্যাঘ্র্য দিবসে চিড়িয়াখানায় বনমন্ত্রী ব্রাত্য বসু


সোমবার,২৯/০৭/২০১৯
816

আজ ব্যাঘ্র্য দিবস উপলক্ষে বন মন্ত্রী ব্রাত্য বসু আলিপুর চিড়িয়াখানায় এসেছিলেন। চেন্নায় থেকে চারটে অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল চিড়িয়াখানায়। তার এনক্লোজার ও একটি বাঘের এনক্লোজার উদ্বোধন করেন মন্ত্রী। একটি হায়নার এনক্লোজার ও দুটো লেপার্ড এর এনক্লোজার যেটা জলপাইগুড়ি চা বাগান থেকে উদ্ধার করা হয়েছিল সেটার উদ্বোধন করেন মন্ত্রী । বনমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন, ব্যাঘ্র্য দিবসে আনন্দের কথা সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। যেখানে সারা পৃথিবীতে বাঘের সংখ্যা কমছে সেখানে আমাদের রাজ্যের বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে।

https://youtu.be/I7PkqWYYiqo

এখন বাঘের সংখ্যা 76 থেকে 88 হয়েছে। সুন্দরবনের বাঘের সংখ্যা প্রচুর প্রচুর বেড়েছে । সারা পৃথিবীতে বাঘের সংখ্যা কমছে। আমাদের এখানে বাড়ছে এটা দৃষ্টান্ত। সুন্দর বনে নিরাপত্তারক্ষী বিশেষ করে বাংলা দেশের দিকে ,সেখানে ক্যামেরা নেট লাগানো হয়েছে । সাধারণ মানুষ কে সচেতন করা হচ্ছে সতর্ক করা হচ্ছে। বাঘ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেতন। নিরাপত্তা রক্ষী আসন ফাঁকা রয়েছে সেগুলা নিযুক্ত করা হচ্ছে ।342 পদ ফাঁকা রয়েছে চিড়িয়াখানার। সেগুলো ও নিযুক্ত করা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট