নিজস্ব প্রতিবেদন; রবিবারের পর সোমবারও সকাল থেকে আকাশের মুখ ভার। বর্ষাকে চেনা ছন্দে দেখা গেল এদিন। আজ সকাল থেকেই শহরের আনাচে কানাচে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। পাশাপাশি তাপমাত্রারও পরিবর্তন হয়েছে অনেকখানি। এতদিন ধরে গরমে হাঁসফাঁস করছিল শহরবাসী। অবশেষে প্রতীক্ষার অবসান সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি গোটা শহর জুড়ে। এদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যার ফলে উপকূলবর্তী এলাকায় তো বটেই, সমগ্র দক্ষিণবঙ্গেই আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে ওঠার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। ঝমঝমিয়ে বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা অনেকটাই নেমেছে।
আজও বিক্ষিপ্ত বৃষ্টি শহর জুড়ে
সোমবার,২৯/০৭/২০১৯
1089
বাংলা এক্সপ্রেস---