আবেগে ভাসল আনন্দের শহর কলকাতা।


সোমবার,২৯/০৭/২০১৯
818

বাংলা এক্সপ্রেস---

কলকাতা ; ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে তিলোত্তমার রাস্তায় এদিন ছিল লাল-হলুদের জনজোয়ার। র‍্যালির শুরুতেই পথপ্রদর্শক হিসেবে ছিল বিশাল বাইক মিছিল। এছাড়া ক্লাবের ধ্বজা উড়িয়ে অনেককেই ক্লাবের নামে জয়ধ্বনি দিতে শোনা যায়। রবিবার সকাল সাড়ে ন’টায় কুমারটুলি পার্কে সুকুমার সমাজপতি মশাল জ্বালিয়ে উদ্বোধন করেন শতবার্ষিকী পদযাত্রার। শতবার্ষিকী অনুষ্ঠানের স্মারক উদ্বোধন হয় কুমারটুলি পার্কে। ইস্টবেঙ্গলের অসংখ্য সমর্থকরা হাজির হয়েছিলেন কুমোরটুলি পার্কে। ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ভাইচুং ভুটিয়াদের মতো তারকারা এই দলের হয়ে খেলেছেন। তবে এবার ১০০ বছরে পা রাখল ইস্টবেঙ্গল। যা নিয়ে প্রবল উৎসাহ, আবেগ ও উদ্দীপনা সমর্থকদের মধ্যে। শহর কলকাতার রাজপথে লাল হলুদ সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট