নিজস্ব প্রতিবেদন ;২০১৯ এর বিশ্বকাপে দারুণভাবে নিজেদের মেলে ধরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ ক্রিকেটে একের পর এক ম্যাচে কঠিন প্রতিপক্ষকে পরাজিত করে তারাও বুঝিয়ে দিয়েছে বিশ্বক্রিকেটে তারাও অন্যতম সেরা দল। তবে তারকা ক্রিকেটার শাকিব আল-হাসান দুর্দান্ত পারফর্ম করলেও বিশ্বকাপে ব্যর্থ হয় বাংলাদেশ। তাই বিশ্বকাপের পর ঢেলে সাজছে দল। তাই বাংলাদেশের পেস বোলিং-এর কোচ হলেন দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গেভেল্ট ও স্পিন বোলিং কোচ হলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরি। বাংলাদেশের স্পিন বিভাগ বরাবরই শক্তিশালী।তবে এবার স্পিন বিভাগের দায়িত্ব পেলেন ড্যানিয়েল ভেত্তোরি।
বাংলাদেশ ক্রিকেটের স্পিন বিভাগের দায়িত্ব পেলেন ড্যানিয়েল ভেত্তোরি।
সোমবার,২৯/০৭/২০১৯
641
বাংলা এক্সপ্রেস---