কর্নাটক: কর্নাটকের স্পিকার ১৪ বিদ্রোহী বিধায়কের যোগ্যতা খারিজ করল । বরখাস্ত হওয়া বিধায়করা স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন। বিধানসভার অধ্যক্ষ কেআর রমেশ আস্থা ভোটের ঠিক এক দিন আগেই, রবিবার বিদ্রোহী ১৪ জন বিধায়ককে বরখাস্ত করে শোরগোল ফেলে দিয়েছিলেন। এই বরখাস্ত হওয়া ১৪ জন বিধায়ক সোমবার সর্বচচ আদালতে আপিল করছেন। বেঙ্গালুরুতে রবিবার স্পিকার রমেশ কুমার জানান, ‘১৩ জনের বিধায়ক পদ বাতিল করা হয়েছে। আস্থা ভোটের দিন দলের হুইপ অগ্রাহ্য করে বিধানসভায় বিদ্রোহী বিধায়করা উপস্থিত না-থাকায় জানানো হয় তাঁদের বিধায়ক পদের যোগ্যতা খারিজ করা হয়। এমনকী খারিজ হয়েছে কংগ্রেস বিধায়ক শ্রীমন্ত পাতিলেরও বিধায়ক পদও। এছাড়া আরও বরখাস্তের তালিকায় রয়েছেন জেডিএস-এর ৩ জন এবং কংগ্রেসের জন ১১ বিধায়ক।
কর্নাটকের স্পিকার ১৪ বিদ্রোহী বিধায়কের যোগ্যতা খারিজ করল
রবিবার,২৮/০৭/২০১৯
554