অংকন পরীক্ষার উৎসব


রবিবার,২৮/০৭/২০১৯
668

হাওড়া: আজ অর্থাৎ রবিবার হাওড়ার উলুবেড়িয়ার পাল পাড়া গোবিন্দ জীউ হাই স্কুলে একটি সংস্থা আয়োজিত অংকন পরীক্ষা হয়ে গেল ।সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই পরীক্ষাটি আয়োজিত হয় ।আদর্শ আর্ট সেন্টার এর প্রায় ১৫০ জন খুদে শিল্পীরা এই পরীক্ষা দেয় ।বঙ্গীয় কলা বিদ্যালয় এই পরীক্ষার বোর্ড ।বঙ্গীয় কলা বিদ্যালয়ের পরিদর্শক ও পরীক্ষক এই উপলক্ষে হাজির ছিলেন ।আদর্শ আর্ট সেন্টারের কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পী শ্রী কৈলাস পুরকাইত উপস্থিত ছিলেন ।পার্ট – ১,২,৩, প্রথম বর্ষ থেকে অষ্টম বর্ষ পর্যন্ত মোট ১১ টি নির্দিষ্ট বিভাগের বা শ্রেণীর খুদে শিল্পীরা পেন্সিল, মোম রং, জল রং ও তেল রংয়ের মাধ্যমে তাদের চিত্র তুলে ধরে ।এর সাথে ছিল শিল্প সম্পর্কে মৌখিক পরীক্ষা ও অ্যালবাম এর মূল্যায়ন ।খুদে শিল্পী ও তাদের অভিভাবকদের উন্মাদনা চোখে পড়ার মত ছিল এই পরীক্ষা উপলক্ষে ।আদর্শ আর্ট সেন্টারের পক্ষ থেকে একটি হাতের লেখা সুন্দর করার উপায় এর বই খুদে শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট