কিংবদন্তি পেসার মালিঙ্গাকে শুভেচ্ছা জানালেন বুমরাহ


রবিবার,২৮/০৭/২০১৯
761

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন; মালিঙ্গার প্রশংসা করে ভারতীয় পেসার বুমরাহ লেখেন, “ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে সবসময় সম্মান করি, ভবিষ্যতেও করব।” ওয়ান ডে ক্রিকেটে ৩৩৮ উইকেট নেওয়া মালিঙ্গা বিদায়বেলায় বলেছেন, ‘‘আমার মনে হয়েছে, এটাই ওয়ান ডে থেকে সরে দাঁড়ানোর সেরা সময়। আমি পনেরো বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলে চলেছি। এখনই তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সেরা সময়। আমার সময় শেষ। এখন চলে যেতেই হবে।’’

 

শুক্রবারই ক্রিকেট জীবনের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেললে ফেললেন শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। কিংবদন্তি এই বোলারের অবসর জীবনের জন্য শুভেচ্ছা জানালেন ভারতীয় পেসার বুমরাহ। মালিঙ্গার প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা জানিয়ে একের পর এক টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটারেরা।

 

শ্রীলঙ্কা দলের হয়ে তিনি বহু ম্যাচ খেলেছেন। এছাড়া ওয়ান ডে ক্রিকেটে ৩৩৮ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলে বিদায় জানালেন কিংবদন্তি এই পেসার। শুক্রবার কলম্বোয় ম্যাচ শেষে সতীর্থদের গার্ড অফ অনারের মধ্যে দিয়ে বাইশ গজকে আলবিদা জানালেন লাসিথ মালিঙ্গা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট