১০ কেজি মাদক সহ গ্রেফতার ২ জন


শনিবার,২৭/০৭/২০১৯
734

কলকাতা: বিরাট মাদকপাচার চক্র কলকাতা পুলিশের এসটিএফ আধিকারিকদের জেলে ধরা পড়ল । বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী হাইওয়ের ওপর একটি গাড়িকে আটক করে প্রগতি ময়দান থানার পুলিশ। তারপর শুরু হয় তল্লাশি। মাদক পাচার করার নতুন কৌশল, গাড়ির দরজায় খুপরি তৈরি করে মাদক পাচার । মোট নটি প্যাকেট উদ্ধার হয় গাড়ি থেকে। প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি ইয়াবা ট্যাবলেট ছিল তার মধ্যে । ধৃত ২ পাচারকারীর নাম রিপন হোসেন ওরফে ইব্রাহিম হোসেন এবং রিপন শেখ।

পুলিশ জানিয়েছে  মুর্শিদাবাদের বাসিন্দা ধৃতরা। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাদেরকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।এই মাদক কলেজ পড়ুয়াদের মধ্যে বিক্রির পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়ছে। চলতি মাসে  এর আগেও যাদবপুর থেকে এক জনকে ও পার্কসার্কাস এলাকার দুজনকে মাদক সহ গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও উঠে এসেছিল এই একই তথ্য, যে এই মাদক পাচারকারীদের প্রধান ক্রেতা হল শহরের বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়ারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট