শেষমেশ ভারতের হাতে পৌঁছাল চারটি 22 AH-64E Apache হেলিকপ্টার


শনিবার,২৭/০৭/২০১৯
1356

শেষমেশ ভারতের হাতে পৌঁছাল চারটি 22 AH-64E Apache হেলিকপ্টার। বহুদিনের ধরে এই ‘Apache’ মারাত্মক অস্ত্র ভারতীয় বায়ুসানারা হাতে পাওয়ার অপেক্ষায় ছিল। তা মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা Boeing এদিন ভারতীয় বায়ুসেনার তরফে হিন্দোন স্টেশনে এই চারটি Apache হেলিকপ্টার পাঠায়। তবে ভারতীয় বায়ুসেনারা আগামী সপ্তাহে আরও চারটি Apache হেলিকপ্টার হাতে পেতে চলেছে। আর ভারত এই চারটি Apache হেলিকপ্টার হাতে পেলে, তারপর মোট আটটি Apache হেলিকপ্টার জম্মু-কাশ্মীরের পাঠানকোট এয়ার ফোর্স স্টেশনে পাঠানোর সিধান্ত নিয়েছে। Boeing-এর তৈরী এই হেলিকপ্টারগুলি আজ একটি অ্যান্টোনভ এএন ২২৪ (AN 224) ট্রান্সপোর্ট বিমানে করে এসে পৌঁছাল।

এই Apache হেলিকপ্টার প্রচুর পরিমাণ ব্যবহার করে মার্কিন বিমানবাহিনী। যা প্রায় উড়তে পারে ৩০০ কিমি গতি বেগে। এই অ্যাপাচে একটানা প্রায় ৪৭৬ কিমি উড়তে পারে। এবং এর অন্য একটি সেরা একটি বৈশিষ্ট্য হল অন্ধকারে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে এবং দ্রুত ওঠানামার ক্ষমতাও রাখে। পাঠানকোটে এই মূহুর্তে ১২৫টি Mi-35 হেলিকপ্টার আছে। আর এই হেলিকপ্টারের স্কোয়ার্ডনের নেতৃত্ব দেবে গ্রুপ ক্যাপ্টেন এম শ্যালু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট