নিজস্ব প্রতিবেদন ; পাকিস্তান দলের অন্যতম সেরা বোলার তিনি। এবছরের গোড়ায় জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি। পাকিস্তানের হয়ে তিনি ৩৬টি টেস্ট খেলে ১১৯টি উইকেট নিয়েছেন। তবে এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন এই তারকা পেসার। অবসর প্রসঙ্গে আমির বলেন, ‘দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পাওয়াটা বড় গর্বের।এছাড়া তিনি আরো বলেন ‘‘আমি ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থদের। সেই সঙ্গে লাল বলের ক্রিকেটে আমার প্রতিপক্ষদেরও। তাঁদের সঙ্গে খেলতে পারাটা সম্মানের। তবে সুত্রের খবর টেস্ট না খেললেও সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন আমির ।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ আমির
শনিবার,২৭/০৭/২০১৯
783
বাংলা এক্সপ্রেস---