ইংল্যাণ্ডের পেসার দাপটে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ল আয়ারল্যাণ্ডের ইনিংস


শনিবার,২৭/০৭/২০১৯
750

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন; লর্ডস টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল ইংল্যাণ্ড। আইরিশদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল জো রুটরা। বিশ্বকাপ জয়ের মঞ্চে আরো একবার পেসের আগুন ঝরিয়ে ওকস তুলে নিলেন ছয় উইকেট। এছাড়া ইল্যাণ্ডের হয়ে ৪টি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড।টেস্টে দুরন্ত ছন্দে দেখা গেল ইংল্যান্ডের দুই পেসারকে। তাদের বোলিং এর সামনে সেভাবে দাঁড়াতেই পারল না আইরিশরা। ইংল্যান্ডের পেসারদের দাপটে ৩৮ রানেই শেষ হয়ে গেল আয়ারল্যাণ্ডের ইনিংস। ৩৮ রানেই আইরিশ ইনিংস গুটিয়ে দিয়ে ১৪৩ রানে জয় পকেটে পুরলেন জো রুটরা। আর সেই স্মরণীয় জয়ের ম্যাচে কেরিয়ারে দ্বিতীয়বারের জন্য ইনিংসে ৬ উইকেট পেলেন ক্রিস ওকস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট