রাজ্যে রাক্ষসের রাজত্ব চলছে,রাক্ষসরাজ রক্ত খাচ্ছে-ভারতী ঘোষ


শনিবার,২৭/০৭/২০১৯
575

পশ্চিম মেদিনীপুর:- “রাজ্যে রাক্ষসের রাজত্ব চলছে,রাক্ষসরাজ রক্ত খাচ্ছে।আর এই রাক্ষসরাজ যখন চলে তখন মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে।”-ভারতী ঘোষ।
বিদ্বজনকে কটাক্ষ করে বলেন-“কে বিদ্বজন? কারা বিদ্বজন?যখন ডায়মন্ড হারবার,সন্দেশখালিতে আমাদের কর্মীকে মারছিল,কর্মী দেবদাস মন্ডল কে এখনও ফেরত দেয়নি বিদ্বজনেরা কোথায় ছিলেন?কামদুনি থেকে পার্কস্ট্রিটে যখন মহিলাদের গনধর্ষন করা হয়েছিল কোথায় ছিল বিদ্বজন?আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে তখন বিদ্বজ্জন কোথায়?বিদ্বজন হতে গেলে প্রথমে সমাজ ব্যবস্থার অধিকাংশ লোক বলবে বিদ্বজন।”কাটমানি প্রসঙ্গে তিনি বলেন-“কোথায় থেকে বালি তুলছে,কয়লাখনি থেকে কয়লা তুলছে? কোথায় থেকে কাটমানি নিচ্ছে তৃণমূল আমাদের সব খাতায় লেখা আছে,যখন ক্ষমতায় আসব তখন এদের হালখাতা খোলা হবে।”দাঁতনের ঘোলাই মোড়ে প্রকাশ্যে জনসভায় এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট