প্রাইমারী স্কুলে ডেপুটেশন দিল অভিভাবিকারা


বৃহস্পতিবার,২৫/০৭/২০১৯
740

নিজস্ব সংবাদদাতা চাকদহ: ২৫ শে জুলাই -স্কুলের প্রধান শিক্ষিকা দেরীতে আসা,বিদ্যুতের বিল বাবদ ছাএীদের কাছ থেকে দীর্ঘদিন থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণী পাঁচ টাকা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাএ ছাএী দের কাছ থেকে দশ টাকা করে নেয়া।ছাএ ছাএীর সংখ্যা একশো আঠাশ জন।মিডডে মিলের অ স্সাস্থ্যকর খাবার, অন্যান্য প্রাইমারী স্কুল থেকে এই স্কুলের পঠণ পাঠণের মান খুব নিম্ন মানের।ক্লাস চলাকালীন দিদিমনিরা মোবাইলের কথা বলা অনেক দিন বলেও কাজ না হওয়ায় এক দল মহিলা অভিভাবিকা ভারতীয় জনতা পার্টির চাঁদুড়িয়া মন্ডলের যুব মোর্চার সভাপতি বিপ্লব রজকের কাছে যান।তাদের কে নিয়ে আজ ডেপুটেশন।ঘটনাটি ঘটে নদিয়া চাকদহ থানার চাঁদুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য চাঁদুড়িয়ার শিমুরালি গার্লস প্রাইমারী স্কুলের ঘটনা।

https://youtu.be/x96wDjY_u-U

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট