এ দেশে চলতি বছরে WhatsApp Pay লঞ্চ হতে চলেছে । এখন ডিজিটাল ভারতে লেনদেনে জোর দিতে চলতি বছরে আসসে WhatsApp Pay! WhatsApp কর্তা ক্যাথকার্ট নয়াদিল্লির এক ইভেন্টে এমনটাই জানিয়েছে। সংস্থা ২০১৮-র ফেব্রুয়ারিতে UPI এর মাধ্যমে লেনদেন পরিষেবার জন্য WhatsApp Pay আনার কথা ঘোষণা করেছিল।
এই WhatsApp Pay এর ব্যাপারে CEO অমিতাভ কান্ত জানিয়েছেন, এ দেশের ডিজিটাল লেনদেনের ক্ষেএে সব নিয়ম মানতে পারেনি ফেসবুক অধীকৃত WhatsApp। তবে জানা গেছে যে, WhatsApp এক মামলায় সুপ্রিম কোর্টকে জানিয়েছে ডিজিটাল লেনদেনর ব্যাপারে RBI-এর সব নিয়ম মেনে চলবে তারা। এ দেশে ডিজিটাল পেমেন্টের সব শর্ত পূরণ না করতে পারার জন্যই WhatsApp Pay-র মুক্তি আটকে যায়।কিন্তু এবার কেন্দ্রীয় সরকার পরীক্ষামূলক ভাবে তা ব্যবহারে সম্মতি দিয়েছে। ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ চলতি বছরের শুরুতেই ঘোষণা করেছিলেন ভারতে WhatsApp Pay লঞ্চ করতে দ্রুত কাজ করা হচ্ছে।