হকারদের পুরসভা অভিযান


বৃহস্পতিবার,২৫/০৭/২০১৯
726

কলকাতা: হকারদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এবার পথে নামল বেঙ্গল হকার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে মিছিল করে কলকাতা পুরসভায় ডেপুটেশন জমা দিতে যাই কয়েকশো হকার। ফরওয়ার্ড ব্লক নেতৃত্বাধীন শহরের অন্যতম এই প্রাচীণ হকার ইউনিয়নের অভিযোগ কলকাতার বিভিন্ন জায়গায় হকারদের উপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। জোর করে তুলে দেওয়া হচ্ছে হকারদের। টাউন ভেন্ডিং কমিটির নামে অনিয়ম চলছে বলেও এদিন অভিযোগ করেন বেঙ্গল হকার্স অ্যাসোসিয়েশনের নেতা তথা প্রাক্তন বিধায়ক জীবন সাহা।

https://youtu.be/C_A6p4f3Rro

প্রত্যেকটি হকার যাতে সুষ্ঠুভাবে শহরে ব্যবসা করতে পারে সেই দাবি জানানো হয় এ দিনের কলকাতা পুরসভার অভিযান থেকে। কলকাতার মেয়র এর কাছে তারা ডেপুটেশন জমা দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট