ফের রাজ্যের নাম বদল ইস্যুতে কেন্দ্রের দ্বারস্থ তৃণমূল সাংসদরা


বুধবার,২৪/০৭/২০১৯
728

কলকাতা : ফের রাজ্যের নাম বদল ইস্যুতে কেন্দ্রের দ্বারস্থ তৃণমূল সাংসদরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতমধ্যে খারিজ করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব । কেন্দ্র জানিয়েছে কোনও রাজ্যের নাম বদলাতে গেলে সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন। তা না হলে নাম বদলানো অসম্ভব। এদিন তৃণমূল সাংসদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার দাবি জানালেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়,ডেরেক ও’ব্রায়েন,অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আর অনেক সংসদের বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ মিনিট ধরে শোনেন।তৃণমূল সাংসদের দাবি চলতি অধিবেশনে প্রয়জনীয় সংবিধান সংশোধনী করে অনেক দিন ধরে চলে ‌আসা নাম বদলের প্রস্তাব সমাধান করা হক। তবে এদিন রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জনান নাম বদলে বাংলা করার জন্য সংবিধান সংশোধনের কোনও প্রস্তাব নেই।

আর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান,তাঁরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন এবং তাঁরা নাম বদলের জন্য প্রয়জনীয় সংবিধান সংশোধনী চলতি অধিবেশনে আনারও দাবি জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সকেলর কথা মন দিয়ে শুনেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তাঁর বিশ্বাস প্রধানমন্ত্রী তাঁদের কথায় দ্রুতই এই সমস্যার সুনির্দিষ্ট সমাধান হবে বলেই তাঁদের বিশ্বাস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট