ট্রাই ও পুঁজিপতি কেবিল ও ব্রডব্যান্ড কোম্পানির অশুভ আঁতাত


বুধবার,২৪/০৭/২০১৯
686

কলকাতা : ট্রাই ও পুঁজিপতি কেবিল ও ব্রডব্যান্ড কোম্পানির অশুভ আঁতাত এর বিরুদ্ধে গ্রাহক ও কেবল অপারেটরদের স্বার্থে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল বুধবার। জমায়েত হয় সকাল 11 টায় শিয়ালদহ বিগ বাজারের সামনে। সেখান থেকে মিছিল মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে রানী রাসমণি রোডে পৌঁছায়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সারা দেশের কেবল অপারেটররা। উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

https://youtu.be/ogmZyTCq_A4

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট