দক্ষিণ বঙ্গে শুরু হবে বৃষ্টি জানালো হওয়া অফিস , পরস্থিতি অনেকটা অনুকূল । কাল বেশকিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে । একটা ঘূর্ণা বর্ত দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে এর ফলে 26 তারিখ একটা নিম্নচাপ তৈরি হতে পারে । তাই 26 ও 27 কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সবজায়গায় বৃষ্টি হবে । বেশকয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে যেমন দুই 24 পরগনা, দুই মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম । যতক্ষন বৃষ্টি হবেনা আদ্রতা জনিত অস্বস্থি বজায় থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা একটু কমবে । 28 তারিখ আবার বৃষ্টি একটু কমবে দক্ষিণ বঙ্গে। উত্তর বঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টি বজায় থাকবে । 26 থেকে বৃষ্টি পরিমান কমবে । এর কারণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সহ বাতাস হিমালয়ে গিয়ে ধ্যাক্যা মারছে ও উত্তর বঙ্গের উপর একটা ঘূর্ণা বর্ত বিরাজ করছে।
দক্ষিণ বঙ্গে শুরু হবে বৃষ্টি
বুধবার,২৪/০৭/২০১৯
1185